সশরীরে পরীক্ষা নিতে আশাবাদী ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল/বার্ষিক পরীক্ষাসহ সব পরীক্ষা অনলাইনে নয়, সশরীরে নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
রোববার (২৩ মে) ঢাবির অনলাইন পরীক্ষা প্রসঙ্গে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
উপাচার্য বলেন, অনলাইনে পরীক্ষা তো মুখ্য বিষয় নয়, এটা আপদকালীন ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় খুলে ক্লাসে সশরীরে পরীক্ষা নিতে পারাটা মঙ্গলজনক, অনলাইন পরীক্ষা মন্দের ভালো। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পায়, সেজন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আশা করি মন্ত্রণালয় আমাদের ডাকে সাড়া দেবে, আমরা সবার টিকা নিশ্চিত করতে পারব। তারপর দ্রুত সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব।
আরও পড়ুন>> বেঁচে থাকলে পড়াশোনা হবে, এখন ধৈর্য
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে উপাচার্য বলেন, সামনে যে টিকা আসছে, সে টিকা যেন আমাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয় সেজন্য আজ স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর অনুরোধপত্র পাঠিয়েছি। যাতে আমরা দ্রুত বিশ্ববিদ্যালয় খোলার দিকে অগ্রসর হতে পারি। টিকা নিশ্চিত করা সম্ভব হলে আমরা বিশ্ববিদ্যালয়ও খুলতে পারব।
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বেশি জরুরি। জীবনে বেঁচে থাকলে পড়াশোনা করা যাবে, সবকিছু করা যাবে। শিক্ষার্থীদের এখন ধৈর্য ধরা উচিত। শিক্ষার্থীদের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৬ মে শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় করোনা পরিস্থিতির উন্নতি না হলে আপদকালীন ব্যবস্থা হিসেবে অনলাইনে পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
এইচআর/জেডএস