ক্যামব্রিজ ইংলিশ সেন্টারের স্বীকৃতি পেল পলস একাডেমি

আফতাবনগরে ক্যামব্রিজ স্কুল পলস একাডেমি শিক্ষা ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। প্রতিষ্ঠানটি অনুমোদিত ক্যামব্রিজ ইংলিশ সেন্টার হিসেবে স্বীকৃতি পেয়েছে। যা বিশ্বমানের ইংরেজি শিক্ষা ও মূল্যায়ন নিশ্চিত করার প্রতি প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।
পলস একাডেমির চেয়ারপার্সন সুপ্রিতা পল এবং বাংলাদেশ ও নেপালের প্রথম অক্সফোর্ড কান্ট্রি ডিরেক্টর এমডি শাহীন রেজার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাগত সুযোগ ও উচ্চমানের শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
পলস একাডেমিকে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় নিয়ে যেতে এ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন পলস অ্যাকাডেমির ভাইস প্রিন্সিপাল শামনাজ ফারজানা। তার নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। যা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
শিক্ষার্থীদের জন্য কী কী সুযোগ থাকছে?
✔ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্যামব্রিজ ইংলিশ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
✔ উন্নতমানের শেখার উপকরণ ও বিশেষজ্ঞদের দিকনির্দেশনা
✔ উচ্চশিক্ষা ও পেশাগত উন্নতির নতুন দিগন্ত উন্মোচন
নতুন স্বীকৃতি এবং চুক্তির মাধ্যমে পলস একাডেমি শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন অর্জন এবং ভবিষ্যতের একাডেমিক ও পেশাগত সাফল্যের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
এমএন