কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা বাস্তবায়ন কমিটির সভা ২৭ এপ্রিল

আগামী ২৭ এপ্রিল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পলিটেকনিক) শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। এতে কমিটির ৮ সদস্য অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১) হাফছা বেগমের সই করা একটি নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রথম সভা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে দশটায় কমিটির আহ্বায়ক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের (পরিকল্পনা ও উন্নয়ন) সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে (ভবন -৬, কক্ষ নম্বর-১৪১৫) কমিটির সব সদস্যরা সভায় অংশ নেবেন।
আরও পড়ুন
এর আগে, গত ২২ এপ্রিল কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে সভাপতি করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সাধারণ সম্পাদক অ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সদস্য-সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল মুফতি, কারিগরি ছাত্র আন্দোলন প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা মো. রহমত উল আলম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১)।
উল্লেখ্য, এই কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আরএইচটি/এসএম