কামিল পরীক্ষার উত্তরপত্র ও বান্ডলিং নিয়ে কঠোর নির্দেশনা ইআবির

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এতে পরীক্ষার হলে উত্তরপত্র বিতরণ ও বান্ডলিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অলিখিত উত্তরপত্র পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা যাবে না। কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষার্থীদের শুধুমাত্র সেই পরীক্ষার নির্ধারিত অলিখিত উত্তরপত্র সরবরাহ করতে হবে এবং বিতরণের পূর্বে উত্তরপত্রটি সংশ্লিষ্ট পরীক্ষার কিনা তা অবশ্যই সঠিকভাবে যাচাই করে নিতে হবে। কোনোভাবেই এক পরীক্ষার উত্তরপত্র অন্য পরীক্ষায় ব্যবহার করা যাবে না।
এছাড়া যে সব মূল উত্তরপত্রে ওএমআর সিরিয়াল নম্বর উল্লেখ নেই, সেই উত্তরপত্র পরীক্ষার্থীদের দিতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে ওএমআরের লিথু কোডের স্থানে কোনো রকম দাগ দেওয়া বা বৃত্ত ভরাট করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
কক্ষ পরিদর্শকদের পরীক্ষার হলে মূল উত্তরপত্রের ওমএমআর অংশে পরীক্ষার্থীর নাম, পরীক্ষা কোড, বিষয় কোড, রেজিস্ট্রেশন নম্বর ও প্রশ্নপত্রের কোড সঠিকভাবে লেখা এবং বৃত্ত ভরাট সঠিক হয়েছে কিনা তা যাচাই করে এবং ছাত্র-ছাত্রীর সই যাচাই করার পর সই করতে বলা হয়েছে।
বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে খাতা বিশ্ববিদ্যালয়ে ফেরত পাঠানোর ক্ষেত্রেও। কেন্দ্রের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলা হয়েছে, পরীক্ষা শেষে বিষয় কোড অনুযায়ী আলাদাভাবে ৫০টি করে উত্তরপত্রের বান্ডেল তৈরি করতে এবং প্রতিটি বান্ডেলে একটি করে প্রশ্নপত্র যুক্ত করতে হবে। বান্ডেল করার সময় করোগেটেড বোর্ড ব্যবহার করে সুতা দিয়ে বাঁধতে হবে। কোনো অবস্থাতেই একই বান্ডেলে একাধিক বিষয় কোডের উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো যাবে না। উত্তরপত্রের সংখ্যা ৫০টির কম হলেও বিষয় কোড ভিত্তিক আলাদা বান্ডেল তৈরি করে হলুদ কাপড়ে মুড়িয়ে বীমা করা পার্সেলে ডাকযোগে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। আর ওএমআর উত্তরপত্র প্যাকেট করার ক্ষেত্রে, একটি করোগেটেড বক্সে সর্বোচ্চ ২০০টি দেওয়া যাবে। একইসঙ্গে ওএমআর প্যাকেট করার সময় বক্সের ভেতর ও ওপরে অবশ্যই টপশিটের ফটোকপি দিতে হবে। এরপর কাপড় দিয়ে সেলাই করে সিলগালা অবস্থায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই তারিখেই লিখিত উত্তরপত্র ও ওএমআরগুলো ডাক বিভাগের মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। বিশেষত ৩, ১০, ১৭ এবং ২৪ মে শনিবার হওয়ার পরও সংশ্লিষ্ট কেন্দ্রের নিকটস্থ ডাক বিভাগ খোলা থাকবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এমএন