জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে প্রো-ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ব্যক্তিগত চিকিৎসার জন্য বিদেশ সফরে যাচ্ছেন। তিনি আগামী ৯-১৭ মে পর্যন্ত সিঙ্গাপুর ও থাইল্যান্ডে অবস্থান করবেন। এই সময় তিনি বহিঃবাংলাদেশ ছুটিতে থাকবেন। সেজন্য বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন প্রো-ভাইস-চ্যান্সেলর (উপ-উপাচার্য) প্রফেসর মো. লুৎফর রহমান।
বুধবার (৭ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ চিকিৎসার জন্য আগামী ৯-১৭ মে পর্যন্ত পর্যন্ত মোট ৯ দিন বহিঃবাংলাদেশ ছুটিতে সিঙ্গাপুর ও থাইল্যান্ড অবস্থান করবেন। তিনি (উপাচার্য) সিঙ্গাপুর ও থাইল্যান্ড অবস্থানকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) প্রফেসর মো. লুৎফর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশটি বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, আইসিটি পরিচালক ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। বিষয়টি অবহিত করা হয়েছে। এছাড়াও অফিস আদেশটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরকে এবং অন্যান্য শাখাকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ২০২৪ সালের ২৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক। অন্যদিকে, রুটিন দায়িত্ব পাওয়া উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমানও গতবছরের ৯ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক৷
আরএইচটি/এসএম