ভিকারুননিসায় ভর্তিতে লটারির তারিখ পরিবর্তন
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি তারিখ পরিবর্তন করেছে স্কুল কর্তৃপক্ষ। আগের ঘোষিত ৮, ৯ ও ১০ জানুয়ারির পরিবর্তে এখন ১০, ১১ ও ১২ জানুয়ারি লটারি অনুষ্ঠিত হবে। রাজধানীর বেইলি রোডে অবস্থিত মূল ক্যাম্পাসে আরও তিনটি শাখার লটারি অনুষ্ঠিত হবে।
বুধবার (৬ জানুয়ারি) স্কুল থেকে এমন তথ্য জানানো হয়েছে।
করােনা পরিস্থিতিতে জনসমাগম এড়ানাের জন্য লটারি প্রক্রিয়াটি নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ফেসবুক পেইজ (https://www.facebook.com/www.vnsc.edu.bd) ও ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/c/ViqarunnisaNoonSchoolCollege) সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।
প্রথম দিন প্রাথমিকভাবে বিভিন্ন কোটায় বাছাইকৃত বৈধ শিক্ষার্থীদের লটারি হবে।
লটারি তারিখ ও সময়
তারিখ | শাখা | সময় |
১০/০১/২০২১ রোববার | মূল প্রভাতি | ০৮:৩০ -১২:০০ |
ধানমন্ডি দিবা | ০১:০০ - ০৩:০০ | |
বসুন্ধরা প্রভাতি | ০৪:০০- ০৬:০০ | |
১১/০১/২০২১ সোমবার | ইংরেজি প্রভাতি | ০৮:৩০- ১০:৩০ |
আজিমপুর দিবা | ১১:৩০- ০১:৩০ | |
ধানমন্ডি প্রভাতি | ০২:৩০- ০৪:৩০ | |
বসুন্ধরা দিবা | ০৫:০০- ০৭:০০ | |
১২/০১/২০২১ মঙ্গলবার | মূল দিবা | ০৮:৩০-১২:০০ |
ইংরেজি দিবা | ০১:০০ -০৩:০০ | |
আজিমপুর প্রভাতি | ০৪:০০- ০৬:০০ |
লটারি সম্পন্ন হওয়ার পর ফলাফল ঐ দিনই প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.vnsc.edu.bd ও স্ব স্ব শাখার নােটিশ বাের্ডে পাওয়া যাবে।
যেসব প্রার্থী বােন/মুক্তিযােদ্ধা/কাচমেন্ট (সেবা অঞ্চল) কোটায় প্রাথমিক বাছাইয়ে সুযোগ পাবে তারা কোটার বাইরেও সাধারণ কোটায় অংশগ্রহণ করতে পারবে।
এ ব্যাপারে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বলেন, প্রথমে আমরা ৮, ৯ ও ১০ জানুয়ারি লটারির জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের চিঠি দেই। লটারিতে যেহেতু অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত থাকেন তাই অধিদপ্তর থেকে একদিন পিছিয়ে ১০, ১১ ও ১২ জানুয়ারি লটারির অনুমতি দিয়েছে।
এনএম/ওএফ