এ কে স্কুল অ্যান্ড কলেজে ৯৪ শতাংশ পাস, জিপিএ-৫ পেয়েছে ২৯৬ জন

রাজধানীর অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান এ কে স্কুল অ্যান্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষায় প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে মোট এক হাজার ১৪৭ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে এক হাজার ৮২ জন।
তাদের মধ্যে ২৯৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতকরা ৯৩.৫২ শতাংশ।
প্রতিষ্ঠানের ভালো ফলাফলে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত। তাদের কয়েকজন বলেন, পরীক্ষামুখী প্রস্তুতি ও শিক্ষকদের পর্যবেক্ষণ এই সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এটি বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যের অংশ— জানিয়েছেন এ কে স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন। কলেজের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, আগামী দিনে শতভাগ পাসের হার বজায় রাখার পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাব।
ফলাফল জানতে আসা অভিভাবকেরা জানান, প্রশংসনীয় এই সাফল্যের মূলে রয়েছে প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন পরিচালনা কমিটি এবং কলেজের সুদক্ষ অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্বে গৃহীত যথাযথ দিকনির্দেশনা। তারা জানান, শিক্ষার্থীদের লেখাপড়া ও শৃঙ্খলার মানোন্নয়নে বর্তমান অধ্যক্ষ যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পাঠদানের কথাও তারা উল্লেখ করেন।
এমএআর/