তাজউদ্দীন আহমদ কলেজের নাম পরিবর্তন না করার সুপারিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

গাজীপুর জেলার কাপাসিয়া থানার শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করা হচ্ছে না। এলাকাবাসী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিকদের প্রতিবাদ এবং জনমতের প্রেক্ষাপটে নামটি অপরিবর্তিত রাখার সুপারিশ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের আলোকে কলেজটির নাম পরিবর্তন করে 'কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ' করার সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৫৭টি কলেজের মধ্যে এটি ছিল তালিকার ক্রমিক ২৯-এ। কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট, স্থানীয় আবেগ এবং জাতির প্রতি দায়বদ্ধতা থেকে কলেজটির নাম পরিবর্তন না করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিকের সই করা এক চিঠিতে জানানো হয়, কলেজটির নাম পরিবর্তন নিয়ে কাপাসিয়া ও আশপাশের এলাকাবাসীসহ সারাদেশে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ অবস্থায় কলেজটির নাম আগের মতোই ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’ রাখার সুপারিশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে আবেদন জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে পাঠানো ওই চিঠির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।
আরও পড়ুন
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক ও অবকাঠামোগত প্রতিষ্ঠানের নামকরণে একটি সুস্পষ্ট রাজনৈতিক ও পারিবারিক চিহ্ন যুক্ত করেছে। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাদের পরিবারের সদস্যদের নামে ব্যাপক সংখ্যক স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সেতু, রাস্তা, বিমানবন্দর, স্টেডিয়াম, গবেষণা কেন্দ্র, এমনকি প্রকল্প ও ভবনের নামকরণ করা হয়। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
সে ধারাবাহিকতায় গত জুন মাসে দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম থেকে ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’, ‘শেখ রাসেল’, ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেখানে শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে কাপাসিয়া ডিগ্রি কলেজ করার ঘোষণা দেওয়া হয়।
আরএইচটি/এমজে