১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি আজ (২০ জুলাই) শেষ হচ্ছে। ভর্তি কার্যক্রম গত ১৮ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হয়েছিল৷ যা আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পাঁচ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি পরিশোধ করতে হয়। ফি পরিশোধের শেষ সময় ছিল ১৯ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এছাড়া, শিক্ষার্থীদের অবশ্যই ১৯ জুলাই সকাল ১০টা থেকে আজ ২০ জুলাই বিকেল ৩টা পর্যন্ত এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সরাসরি জমা দিতে হবে।
গুচ্ছ ভর্তি কমিটি জানিয়েছে, সময়মতো মূল কাগজপত্র জমা না দিলে অনলাইনে ফি পরিশোধ করলেও প্রাথমিক ভর্তি বাতিল হবে। এই অবস্থায় শিক্ষার্থী ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে, এমনকি কোটাভিত্তিক ভর্তিতেও বিবেচিত হবেন না।
তবে ভর্তি বাতিল করতে ইচ্ছুক শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে, যেখানে মূল কাগজপত্র জমা দিয়েছেন। একবার ভর্তি বাতিল করলে ভবিষ্যতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।
গুচ্ছ ভর্তি কমিটি আরও জানায়, প্রাথমিক ভর্তি চলাকালীন ‘Stop All Migration’ অপশন সম্পন্ন করলে ওই বিভাগের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। ‘Stop University Migration’ অপশন নির্বাচন করলে শিক্ষার্থী বর্তমানে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রমভুক্ত বিভাগের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগও হারাতে পারেন৷
আরএইচটি/এমএন