এসএসসির মানসম্মত প্রশ্ন নিশ্চিতে ঢাকায় বসছে শিক্ষা বোর্ডের কর্মশালা

ঢাকায় শুরু হচ্ছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণেতা ও পরিশোধনকারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আয়োজনে ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী এই কর্মশালা। ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ শিক্ষকরা ‘তথ্যজ্ঞ ব্যক্তি’ হিসেবে অংশ নিচ্ছেন।
জানা গেছে, কর্মশালার মূল উদ্দেশ্য হলো—২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র প্রণয়ন ও পরিমার্জনের গাইডলাইন প্রস্তুত করা এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়ন। অংশগ্রহণকারীদের বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের বাজেট অনুযায়ী সম্মানী এবং ভাতাও দেওয়া হবে। তবে কর্মশালায় অংশ নিতে হলে সংশ্লিষ্ট শিক্ষকদের নিজ নিজ বিষয়ের ২০২৫ সালের পাঠ্যবই এবং ল্যাপটপ সঙ্গে আনতে বলা হয়েছে।
প্রশিক্ষণে ডাকা পাওয়া শিক্ষকরা হলেন — ঢাকার লালবাগ মডেল কলেজের প্রভাষক মো. রেজাউল করিম, মুসলিম মডার্ন একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক, রাজবাড়ী সরকারি হাই স্কুলের শিক্ষক ইমরান আহমেদ, খুলনার দেলদার আহমেদ সরকারি হাই স্কুলের এস কে ঈসিন আরাফাত, কুমিল্লা ক্যাডেট কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম এই কর্মশালায় অংশ নিচ্ছেন। অর্থনীতি বিষয়ে থাকছেন গভ. টেকনিক্যাল হাই স্কুল, নোয়াখালীর সহকারী শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হাসান মাহমুদ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে থাকছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সিনিয়র শিক্ষক শাহানা পারভীন ও মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রভাষক মাহফুজা আহমদ।
তালিকায় আরও রয়েছেন সরকারি রুপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিবি সুলতানা নিপু, নারায়ণগঞ্জের বৈদ্যের বাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক জাহানারা বেগম, চট্টগ্রামের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কমল বড়ুয়া, ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিপ্রা বড়ুয়া, সেন্ট গ্রেগোরিস হাই স্কুল অ্যান্ড কলেজের রিপন জেমস কস্তা এবং গুলশানের ছোলমাইদ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সুচিত্রা বড়ুয়া।
কর্মশালাটি বাস্তবায়নে সমন্বয় করছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
আরএইচটি/জেডএস