কারিগরির উপবৃত্তি সেলের নামে প্রতারণার ফাঁদ, সতর্কতা অধিদপ্তরের

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইউজার আইডি, পাসওয়ার্ড ও ওটিপি গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি অজ্ঞাতনামা ব্যক্তিরা নিজেদের অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে ফোনকল বা অনলাইনে প্রতারণামূলকভাবে এসব তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এ বিষয়ে সম্প্রতি এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে অধিদপ্তরের উপবৃত্তি সেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর কখনোই ফোনকল, এসএমএস, হোয়াটসঅ্যাপ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের পাসওয়ার্ড, ওটিপি, আইডি বা গোপনীয় তথ্য চেয়ে থাকে না। তাই এই ধরনের কল বা বার্তা পুরোপুরি ভুয়া ও প্রতারণামূলক।
প্রতিষ্ঠানগুলোকে এসব প্রতারণামূলক যোগাযোগ এড়িয়ে চলতে হবে এবং তথ্য প্রদান থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুন
অধিদপ্তর জানিয়েছে, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যক্তি এই ধরনের ঘটনার সম্মুখীন হন, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। প্রয়োজনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেলের অফিসিয়াল ফোন নম্বর (+৮৮০২২২৩-৩৭৪৯৪০) কিংবা ই-মেইল ([email protected]) ঠিকানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া কোনো উপযুক্ত কারণে পাসওয়ার্ড রিসেটের প্রয়োজন হলে জিডির কপিসহ লিখিত আবেদন মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে পাঠাতে হবে। আবেদনপত্র ই-মেইলের মাধ্যমেও [email protected] ঠিকানায় পাঠানো যাবে।
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
একইসঙ্গে উপবৃত্তি সংক্রান্ত ডাটা এন্ট্রি বা সংশোধনের সময় অনুমোদিত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর যাচাই করে নিতে এবং প্রয়োজনে সংশোধন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরএইচটি/এমএসএ