১৫১ উপ-প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গতিশীলতা আনতে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নে দেশের ৪৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয়। ইউজিসির পক্ষে সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রাররা নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। তিনি বলেন, উপ-প্রকল্প নির্বাচনে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এখন লক্ষ্য অর্জনের জন্য প্রকল্পপ্রাপ্ত শিক্ষক-গবেষকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এসময় তিনি উপ-প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন ও অন্যান্য সংশ্লিষ্টদের সহযোগিতা করারও আহ্বান জানান।
আরও পড়ুন
এতে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি বলেন, এই প্রকল্পের অর্থ জনগণের করের টাকা ও বিশ্বব্যাংক থেকে নেওয়া ঋণ। তাই এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে, এখন এর সফল বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। বিশ্বব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্র্যাকটিস ম্যানেজার কেইকো ইনোউএ, লিড ইকোনোমিস্ট ও টেকনিক্যাল অ্যাডভাইজার টবি লিনডেন এবং টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান।
এ সময় হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান উপ-প্রকল্প নির্বাচন প্রক্রিয়া ও বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, মোট ১ হাজার ৪৮১টি উপ-প্রকল্প প্রস্তাব জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ১৫১টি প্রকল্পকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, হিট প্রকল্পের অধীনে বিভিন্ন উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের থেকে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রকল্প প্রস্তাব আহ্বান করা হয়। এতে মোট ১৪৮১ টি উপ-প্রকল্প প্রস্তাব জমা হয়। যাচাই বাছাই শেষে ১৫১টি উপ-প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি (২০২৩-২০২৮) হিট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। শিক্ষা মন্ত্রণালয়াধীন এই প্রকল্প ইউজিসি বাস্তবায়ন করছে।
আরএইচটি/এআইএস