ডিপ্লোমা পরীক্ষার মিসিং নম্বর এন্ট্রির নির্দেশ, সময়সীমা ১১ সেপ্টেম্বর

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের কিছু শিক্ষার্থীর টিসি, পিসি, পিএফ ও জিপিএ নম্বর নির্ধারিত সময়ে এন্ট্রি না হওয়ায় নতুন করে এন্ট্রির নির্দেশ দিয়েছে বোর্ড। ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এই মিসিং নম্বর এন্ট্রি করতে হবে। সময়মতো এন্ট্রি সম্পন্ন না হলে শিক্ষার্থীদের ফলাফলে জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বোর্ড।
সোমবার (৮ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের স্বাক্ষর করা জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের জুলাই-আগস্ট, ২০২৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায় বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীর টিসি, পিসি, পিএফ ও জিপিএ নম্বর নির্ধারিত সময়ে এন্ট্রি করা হয়নি। একইভাবে, কেন্দ্র কর্তৃপক্ষও কিছু পরীক্ষার্থীর পিএফ নম্বর এন্ট্রি করতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন
এ অবস্থায় বোর্ড থেকে জানানো হয়েছে, মিসিং টিসি, পিসি, পিএফ ও জিপিএ নম্বর আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে। বোর্ডের ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে লগইন করে প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলিকে বিষয়ভিত্তিক তালিকা অনুসারে অনলাইনে এন্ট্রি সম্পন্ন করতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ড স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এন্ট্রি সম্পন্ন না করলে শিক্ষার্থীদের ফলাফলে জটিলতা দেখা দিতে পারে। এক্ষেত্রে দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর বর্তাবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এআইএস