হাতে গোনা জিপিএ-৫ নিয়ে তলানিতে সিলেট

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় সাড়ে ৭৬ হাজার কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।
ফল বিশ্লেষণ করে দেখা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবারও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সবচেয়ে নিচে অবস্থান করছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডের অধীনে মোট ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ গ্রেড পেয়েছে মাত্র ১ হাজার ৬০২ জন। শতকরা হারে তা ২ দশমিক ৩২ শতাংশ- দেশের সব শিক্ষা বোর্ডের মধ্যে সর্বনিম্ন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।
আরও পড়ুন
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা- ২৬ হাজার ৩৬৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৮ দশমিক ৯২ শতাংশ। রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৭ দশমিক ৭৪ শতাংশ। কুমিল্লা বোর্ডে ২ হাজার ৭০৭ জিপিএ-৫ পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৭২ শতাংশ। যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৩৩ শতাংশ।
এদিকে চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৯৮ শতাংশ। বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৮৩ শতাংশ। দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৯১ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৫৪ শতাংশ জিপিএ-৫ অর্জন করেছে।
এছাড়াও মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে হাজার ২৬৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী। সব বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ হাজার ৯৭ জন জিপিএ-৫ পেয়েছে, যা ৫ দশমিক ৫৯ শতাংশ।
টিআই/এমএসএ