তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য-ট্রেজারার নিয়োগ

বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-২ শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শরীয়তপুরের ডেজ. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. খায়ের জাহান সোগরা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ছিলেন। তার নিয়োগের মেয়াদ চার বছর, তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অন্যদিকে, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবুউল্যাহ ছিদ্দিকী। তারও চার বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে।
এছাড়া, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোশাররফ হোসেন। তিনি এর আগে এই বিশ্ববিদ্যালয়েই ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনগুলো অবিলম্বে কার্যকর হবে।
এমএইচএন/বিআরইউ