কারিগরি বোর্ডের খাতা পুনর্নিরীক্ষণ ফল বিকেলে : পরীক্ষা নিয়ন্ত্রক

২০২৫ সালের এইচএসসি–আলিম পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে। তবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ফল আজ বিকেলে প্রকাশ করা হবে।
রোববার (১৬ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, আমাদের ফল এখনো প্রকাশ হয়নি, একটু দেরি হবে। কাজ চলছে, শেষ হলে বিকেল নাগাদ ফল প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইটেই ফল পাওয়া যাবে।
এর আগে, গত ১৬ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এই বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭ হাজার ২৯১ জন ছাত্র এবং ২৮ হাজার ৩১৯ জন ছাত্রীসহ মোট ১ লাখ ৫ হাজার ৬১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬৬ হাজার ১৮৫ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন।
আর সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬৭ শতাংশ।
আরএইচটি/বিআরইউ