বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্থায়ী সনদ পেল লিডিং ইউনিভার্সিটি

সিলেটের লিডিং ইউনিভার্সিটি স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সরকারি সনদ পেয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে জানানো হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১০ অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মতামতের ভিত্তিতে এই সনদ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়টিকে তিনটি শর্ত পূরণ করতে বলা হয়েছে।
প্রথম শর্তে বলা হয়েছে, প্রতি শিক্ষাবর্ষে ভর্তিকৃত পূর্ণকালীন শিক্ষার্থীদের ন্যূনতম ৬ শতাংশ আসন বরাদ্দ দিতে হবে। এর মধ্যে ৩ শতাংশ আসন মুক্তিযোদ্ধাদের সন্তান এবং বাকি ৩ শতাংশ আসন প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলের মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের জন্য রাখতে হবে।
দ্বিতীয় শর্তে আইন, ইসলামিক স্টাডিজ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সিভিল ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগে অধ্যাপক বা সহকারী অধ্যাপক পদমর্যাদার সিনিয়র শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
তৃতীয় শর্তে গবেষণা খাতে বাজেটের কমপক্ষে দুই শতাংশ বরাদ্দ দিতে বলা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের আহ্বান জুন ২০২৫-এর মধ্যে এবং প্রকল্প বাস্তবায়ন মে ২০২৬-এর মধ্যে শেষ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে অন্তত একটি গবেষণা প্রকল্প দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরএইচটি/এমজে