পরীক্ষার নম্বর জমা নিয়ে কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা

২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ব্যবহারিক, মৌখিক ও মাঠকর্ম পরীক্ষার নম্বর অনলাইনে জমা দেওয়ার জন্য কলেজ ও কেন্দ্রগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে জানানো হয়েছে নম্বর জমার জন্য আরও পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামী ২১ নভেম্বর পর্যন্ত অনলাইনে নম্বর জমা দেওয়া যাবে।
সোমবার (১৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স সব বিষয়ের মৌখিক, ব্যবহারিক ও মাঠকর্ম পরীক্ষা গত ২৬ অক্টোবর শুরু হয়ে ১০ নভেম্বর সম্পন্ন হয়েছে। যেসব কলেজ বা কেন্দ্র এখনো তাদের নম্বর অনলাইনে জমা দিতে পারেনি, তাদেরকে ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে নম্বর জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন পদ্ধতিতে এখন প্রতিটি কলেজের নিজস্ব ডিপার্টমেন্ট থেকেই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর ইএমএসে প্রবেশ করাতে হবে। এজন্য কলেজ অ্যাডমিন লগইন থেকে প্রথমে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের জন্য ব্যবহারকারী (ইউজার) তৈরি ও অনুমতি প্রদান করতে হবে। এরপর ওই ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে ডিপার্টমেন্ট লগইন করে ‘প্র্যাকটিক্যাল’ বা ‘ভাইভা’ মেনু থেকে যথাক্রমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরএইচটি/এসএসএইচ