আইসিটি শিক্ষার মানোন্নয়নে কলেজগুলোতে মাস্টার ট্রেইনার বাছাইয়ের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় আইসিটি শিক্ষার গুণগত মান বাড়াতে মাস্টার ট্রেইনার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। স্নাতক (সম্মান) কোর্সে আইসিটি বিষয় বাধ্যতামূলক হওয়ায় দেশজুড়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৪ নভেম্বরের মধ্যে প্রতিটি কলেজ থেকে একজন করে শিক্ষক মনোনয়ন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এটুআই ও ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা পরে নিজ নিজ কলেজে অন্যান্য শিক্ষকদের আইসিটি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, মনোনীত শিক্ষক তার কলেজে অন্যান্য বিষয়ে পাঠদানকারী শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ প্রদানে মাস্টার ট্রেইনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রশিক্ষণে যোগ দিতে আসার সময় সংশ্লিষ্ট শিক্ষককে তাঁদর কলেজে আইসিটি প্রশিক্ষণ প্রদানের কর্মপরিকল্পনা সঙ্গে আনতে হবে।
অফিস আদেশে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আইসিটি বিষয়ে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। প্রয়োজনে বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতক (পাস) কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষক অথবা অন্য যেকোনো বিষয়ে কর্মরত এমন স্থায়ী শিক্ষক, যারা ইতোমধ্যে আইসিটি–বিষয়ে টিওটি সম্পন্ন করেছেন, তাদেরও মনোনয়ন দেওয়া যাবে। বিজ্ঞান বিভাগের শিক্ষক মনোনয়ন করার ক্ষেত্রে কম্পিউটার বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান থাকা বাধ্যতামূলক।
তবে এর আগে যেসব কলেজ মাস্টার ট্রেইনার আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে, তাদের পুনরায় তথ্য পাঠানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। কিন্তু পাঠকনো শিক্ষক অবশ্যই টিটিআইএস আইডিধারী হতে হবে। যাদের আইডি নেই, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ট্রেনিং মেন্যুর টিটিআইএস সিস্টেমে কলেজ ইউজার লগইন/রেজিস্ট্রেশনের মাধ্যমে আইডি তৈরি করে নিতে পারবেন।
এ ছাড়া এখনো টিটিআইএস ডাটাবেইজে অন্তর্ভুক্ত হয়নি এমন কলেজগুলোকে দ্রুত অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত টিটিআইএস হেল্পলাইন নম্বরে (হোয়াটসঅ্যাপ টেক্সট : ০১৯১৫৭২৬৫৭৬) যোগাযোগ করতেও বলা হয়েছে।
আরএইচটি/এমএসএ