ইএমআইএস সমস্যায় আটকে থাকা এমপিও আবেদন নিষ্পত্তির নির্দেশ

ইএমআইএস সার্ভারের প্রযুক্তিগত জটিলতায় আটকে থাকা বেসরকারি স্কুল–কলেজের এমপিও আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এনটিআরসিএর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ দেওয়া শিক্ষকদের এসব আবেদন নভেম্বর মাসের এমপিও তালিকায় যুক্ত না হওয়ায় অধিদপ্তর বিশেষ উদ্যোগ নেয়। নতুন নির্দেশনায় পেন্ডিং থাকা সব আবেদন অনুমোদন করে ৭ ডিসেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার জারি করা হিসাব শাখার এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, পেন্ডিং থাকা এমপিও আবেদনগুলো বিধিমোতাবেক অনুমোদন করে ৭ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। দেশের বিভিন্ন বিদ্যালয় ও কলেজে যোগদানকারী ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা সময় মতো আবেদন করলেও প্রযুক্তিগত সমস্যার কারণে তা এমপিও প্রসেসিংয়ে যুক্ত হয়নি। এ পরিস্থিতি কাটিয়ে তুলতেই ডিসেম্বর মাসে বিশেষভাবে এসব আবেদন নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে পেন্ডিং আবেদন অনুমোদন শেষে অধিদপ্তরে পাঠাতে হবে। যাতে ডিসেম্বরের এমপিও তালিকায় সেগুলো যুক্ত করা যায়।
চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের পরিচালক এবং উপপরিচালকদের কাছেও পাঠানো হয়েছে।
আরএইচটি/এনএফ