সরকারি কলেজে শিক্ষক সংকট চিহ্নিত করতে শুরু হচ্ছে তথ্য সংগ্রহ

সরকারি কলেজগুলোর শিক্ষক সংকট চিহ্নিত করতে সারাদেশে শুরু হচ্ছে বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য সংগ্রহের কাজ।
রোববার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জারি করা জরুরি নির্দেশনায় সরকারি কলেজগুলোকে নির্ধারিত গুগল ফরমে প্রভাষক পর্যায়ের শূন্য পদসমূহের হালনাগাদ তথ্য পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রভাষক পদে যদি কোনো কর্মকর্তা সহকারী অধ্যাপক হিসেবে ইনসিটু অবস্থানে থাকেন, তাহলে সেই পদটি শূন্য দেখানো যাবে না। সরকারি কলেজগুলোকে (২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া কলেজগুলো ছাড়া) নির্ধারিত একটি গুগল ফরমে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে শূন্যপদের তথ্য পূরণ করে পাঠাতে হবে।
অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশজুড়ে সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসন, পদ পূরণ ও প্রশাসনিক কাজকে আরও গতিশীল করতে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। আঞ্চলিক কার্যালয়গুলোর পরিচালককেও আওতাধীন কলেজগুলোকে এ বিষয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরএইচটি/এমজে