কারিগরি শিক্ষাবোর্ডের ২ পরীক্ষা স্থগিত

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ জুন ২০২১, ১১:৫৪ এএম


কারিগরি শিক্ষাবোর্ডের ২ পরীক্ষা স্থগিত

করোনা সংক্রমণ বাড়ায় কয়েকটি জেলায় লকডাউন চলছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের শনিবারের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৫ জুন) কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ জুন থেকে ঘোষিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

গত মার্চ মাসে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় তা স্থগিত করা হয়। এর আগে বুধবার সরকারি কর্ম কমিশন ৪২তম বিসিএসের চলা ভাইভা পরীক্ষা স্থগিত করা হয়।

এনএম/এমএইচএস

Link copied