জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি

আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ পরীক্ষার্থীরা নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
সোমবার (২২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত জরুরি নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর নির্বাহী কমিটির সদস্যসচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই নির্দেশনায় পরীক্ষাকেন্দ্রে কোন কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তা স্পষ্ট করে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এবছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা কেবল অনুমোদিত কিছু সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এরমধ্যে পরীক্ষার্থীরা ক্যাসিও (Casio) ব্র্যান্ডের নন–প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW মডেল ব্যবহার করতে পারবে। এ ছাড়াও সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুমোদিত মডেলের বাইরে অন্য কোনো প্রোগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। বিষয়টি অতী জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
আরএইচটি/জেডএস