আরবি বিশ্ববিদ্যালয়ের স্থগিত ফাজিল অনার্স পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল (অনার্স) পরীক্ষা–২০২৪ এর স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফাজিল (অনার্স) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল। ওই স্থগিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর (সোমবার) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী একই সময়ে অনুষ্ঠিত হবে।
নতুন সূচি অনুযায়ী, ২য় বর্ষ ও ৪র্থ বর্ষের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। ২য় বর্ষে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ (২০১২০৬), আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ (২০২২০৬), দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ (২০৩২০৬), আরবি ভাষা ও সাহিত্য (২০৪২০৬) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (২০৫২০৬) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ৪র্থ বর্ষে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ (২০১৪০৬), আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ (২০২৪০৬), দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ (২০৩৪০৬), আরবি ভাষা ও সাহিত্য (২০৪৪০৬) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (২০৫৪০৬) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার কেন্দ্র, আসন বিন্যাস ও অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট ফাজিল (অনার্স) মাদরাসার অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
আরএইচটি/এমএন