বাউয়েটের ২২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর ২২তম সিন্ডিকেট সভা মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান একে সভাপতিত্ব করেন।
সিন্ডিকেট সভায় ২১তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ কমিটি কর্তৃক সুপারিশ করা ব্যক্তিদের পদোন্নতি ও নিয়োগ অনুমোদন, ২১তম শৃঙ্খলা কমিটি সভার সুপারিশগুলোর অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান (অব.), বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন (অব.), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে, বাউয়েট এর সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও এমই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব মেজর মো. মনজিনুল মুবীন (অব.)।
