প্রশ্নফাঁসের অভিযোগের সত্যতা পায়নি গোয়েন্দা সংস্থা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষাকালে কোনো জেলা থেকে অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে লিখিত পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস ও অনিয়মের যে অভিযোগ উঠেছিল, তা তদন্ত করে গোয়েন্দা সংস্থা কোনো সত্যতা পায়নি।
বুধবার (২১ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ ও ১২ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলায় একযোগে এক হাজার ৪০৮টি কেন্দ্রের মাধ্যমে এ পরীক্ষা নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন আবেদন করেন। এর মধ্যে ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। সারাদেশে জেলা প্রশাসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত মনিটরিং কর্মকর্তা, জেলা পুলিশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এ সময় অসদুপায় অবলম্বন ও ডিভাইস ব্যবহারের অভিযোগে দুই শতাধিক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সঙ্গে জড়িতদের বিভিন্ন সংস্থা আটক করে মামলা দায়ের করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে দেড় শতাধিক ব্যক্তি প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন। আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগগুলো গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হলে তারা পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে।
তদন্ত শেষে অভিযোগগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা সংস্থা।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। পার্বত্য তিন জেলা বাদে ৬১ জেলায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রকাশ করা হয়। নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
আরএইচটি/এমজে