শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে কিনা জানা যাবে আগামী সপ্তাহে
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১৬ জানুয়ারি শেষ হচ্ছে। ছুটি আবার বাড়ছে? প্রতিনিয়ত এমন প্রশ্ন করছেন অভিভাবক-শিক্ষার্থীরা। ছুটি আবারও বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা স্পষ্ট করে কিছু বলেননি।
জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হচ্ছে। ছুটি বাড়বে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সঙ্গে বৈঠক করবে। বৈঠকের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ঢাকা পোস্টকে বলেন, আগামী সপ্তাহে এ সংক্রান্ত একটি বৈঠক রয়েছে যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও করোনা সংক্রান্ত সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটিসহ প্রাথমিক মন্ত্রণালয় যুক্ত থাকবে। বৈঠকে তাদের মতামত নিয়ে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো হবে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে তা বর্তমান ছুটি শেষ হওয়ার দুদিন আগেই সবাইকে জানিয়ে দেব।
ছুটি বাড়ছে কিনা এমন প্রশ্নের কোনো উত্তর দেননি মাহবুব হোসেন। তবে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার মত পরিস্থিতি হয়নি বলে মনে করেন তিনি। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিলেই আমরা শিক্ষার সব কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে এমন বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, এটা সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তের ব্যাপার। তবে সরকার যখনই ঘোষণা দেবে তখনই আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুত। আর বই বিতরণের মাধ্যমে মূলত শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করেছি।
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়। গত ১৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ ছুটির কথায় জানায়।
তবে সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মলেনে জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে আংশিক স্কুল খোলা হতে পারে।
এনএম/ওএফ