জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরইমধ্যে মধ্যে প্রায় দুই হাজার কলেজ তথ্য পাঠিয়েছে। তবে যেসব কলেজ এখনও তথ্য পাঠায়নি তাদের জন্য নতুন করে সময় নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের জারি করা এক জরুরি আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম একটি কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণের লক্ষ্যে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ, প্রতিবেদন প্রণয়ন এবং বিভিন্ন তথ্য-উপাত্ত অনলাইনে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় শিক্ষার পরিবেশ, ভৌত অবকাঠামো, পরিচালন ব্যবস্থাপনা, গভর্নিং বডির সভা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষক-শিক্ষার্থীর তথ্য, একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম, অডিট, অধিভুক্তি নবায়নের শর্তাবলি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ২০০০ কলেজ তথ্য প্রেরণ করেছে। আর যেসব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এখনও তথ্য প্রেরণ করেনি, তাদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত তথ্য ছক সঠিক ও পূর্ণাঙ্গভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।
এতে আরও সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিভুক্তি ও বিষয় নবায়ন, আসন বৃদ্ধি, গভর্নিং বডি মনোনয়ন (প্রযোজ্য ক্ষেত্রে), পরীক্ষা গ্রহণ এবং ভর্তি কার্যক্রমসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেজন্য তথ্য দিতে কলেজগুলোকে http://collegeportal.nu.ac.bd ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ কলেজ কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে CMES লিংকে ক্লিক করে তথ্য ফরম পূরণ করতে হবে।
আরএইচটি/জেডএস