ব্যাংক তথ্য সংশোধনে নির্দেশনা দিলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো টিউশন ফির টাকা ফেরত যাচ্ছে। গত বছর স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত টিউশন ফি অনেক প্রতিষ্ঠানই পায়নি। এমন অবস্থায় অ্যাকাউন্ট নম্বর সচল না থাকা, ডিজিটাল না হওয়া, রাউটিং নম্বর ভুল বা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট না থাকাসহ সব তথ্য সংশোধনের নির্দেশ দিয়েছে ট্রাস্ট।
ট্রাস্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি দেওয়ার জন্য টাকা ছাড় করা হয়। কিন্তু অনেক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নম্বরে ডট, হাইফেন বা স্পেস ব্যবহার, বাংলায় লেখা, ডিজিট কম থাকা কিংবা শাখার নাম ভুল থাকায় ব্যাংক সেই টাকা ফেরত দিয়েছে। এমনকি শুধুমাত্র ডিজিট (০-৯) ব্যবহারের নিয়মও অনেক প্রতিষ্ঠান মানেনি।
এ সমস্যা সমাধানে ট্রাস্টের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বলা হয়েছে, সচল ও সঠিক অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য (ইংরেজি বড় অক্ষরে, প্রতিষ্ঠানের নামে) আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে।
একই সঙ্গে, ইতোমধ্যে টিউশন ফি বাউন্সড হওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ই-মেইলে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ট্রাস্ট।
আরএইচটি/এমজে