সরকারি কলেজের শিক্ষকদের এসিআর জমার সময়সূচি চূড়ান্ত

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত প্রভাষক থেকে অধ্যাপক পর্যায়ের সব কর্মকর্তার ২০২৫ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) জমাদানের জন্য অঞ্চলভিত্তিক সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক স্মারকে ৩১ মার্চের মধ্যে শিক্ষকদের গোপনীয় অনুবেদন জমা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বার্ষিক গোপনীয় অনুবেদন অনুশাসনমালা–২০২০ এর ধারা ২.৬.৩ অনুযায়ী প্রতিবছর ৩১ মার্চের মধ্যে এসিআর জমা দেওয়া বাধ্যতামূলক। এবার এসিআর সুষ্ঠুভাবে যাচাই-বাছাই, ব্যবস্থাপনা ও সংরক্ষণের লক্ষ্যে বিভাগীয় অঞ্চল অনুসারে জমার তারিখ নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯ মার্চ রংপুর, ১০ মার্চ চট্টগ্রাম, ১১ মার্চ সিলেট ও কুমিল্লা, ১২ মার্চ রাজশাহী, ১৫ মার্চ খুলনা, ১৬ মার্চ বরিশাল, ২৯ মার্চ ময়মনসিংহ, ৩০ মার্চ ঢাকা (মহানগরী ব্যতীত) এবং ৩১ মার্চ ঢাকা মহানগরীর শিক্ষকদের প্রতিবেদন জমা দিতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন সকল প্রতিষ্ঠানকে এই সময়সূচি অনুসারে এসিআর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসিআর শাখায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে সকল সরকারি কলেজ, মাদ্রাসা-ই-আলিয়া, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, এনসিটিবি, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধানদের নিজ নিজ কর্মরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বিষয়টি জানাতে বলা হয়েছে।
আরএইচটি/এমএসএ