ঢাবিতে ছিন্নমূলদের জন্য করোনার টিকা রেজিস্ট্রেশন বুথ

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

১৯ জুলাই ২০২১, ০৮:০৬ পিএম


ঢাবিতে ছিন্নমূলদের জন্য করোনার টিকা রেজিস্ট্রেশন বুথ

ছিন্নমূল মানুষদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) করোনার টিকা রেজিস্ট্রেশন বুথ বসিয়েছেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।

সোমবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিনি এ কার্যক্রম শুরু করেন। এ সময় সামাজিক দূরত্ব মেনে রেজিস্ট্রেশন করতে দেখা যায় ছিন্নমূল মানুষদের। একইসঙ্গে তাদের হাতে খাদ্য সামগ্রী সহায়তাও তুলে দিচ্ছেন তানভীর হাসান সৈকত ও তার বন্ধুরা।

এর আগে গত ৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধের শেষ দিন (১৪ জুলাই) পর্যন্ত উদ্বাস্তু, উপার্জনহীন, ফুটপাতে ঘুমানো, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন দুস্থ প্রায় ৩০০-৫০০ মানুষের মধ্যে দু'বেলা (দুপুর ও রাত) রান্না করা খাবার বিতরণ করেন সৈকত।

তানভীর হাসান সৈকত ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনতে নিরলস কাজ করছেন এবং ইতিমধ্যে ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে দুর্দান্ত সাফল্য এনেছেন। এই ৮০ শতাংশের বড় একটি অংশই নিম্নআয় ও অর্থনৈতিক শ্রেণির মানুষ। ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে প্রয়োজনীয় প্রযুক্তি জ্ঞান তাদের নেই। তাই আমরা টিএসসিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য করোনা ভ্যাকসিনের নিবন্ধন কার্যক্রম শুরু করছি।

তিনি আরও বলেন, তাদের ভ্যাকসিন পাওয়াটা সহজ করতে আমরা নিজ দায়িত্বে তাদের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে দেব। শুধু ভ্যাকসিন পাওয়াই নয় বরং এই শ্রেণির মানুষের মধ্যে বিদ্যমান ভ্যাকসিন বিষয়ক দ্বিধা, সন্দেহ কিংবা ভীতি কাটিয়ে তাদেরকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করাও আমাদের অন্যতম উদ্দেশ্য।

এইচআর/জেডএস

Link copied