৭ আগস্ট থেকে কারিগরি ডিপ্লোমা স্তরের ক্লাস শুরু

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ আগস্ট ২০২১, ০২:৫৫ পিএম


৭ আগস্ট থেকে কারিগরি ডিপ্লোমা স্তরের ক্লাস শুরু

আগামী ৭ আগস্ট (শনিবার) থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে।

শনিবার (৩১ জুলাই) বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারিগরি ও মাদরাসা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে বদলি হওয়া শিক্ষার্থীদের অনলাইন বদলি কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার কথা বলা হয়েছে।

এছাড়া অনলাইন ক্লাস শুরু করার প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষা ক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস আগামী ১ আগস্টের পরিবর্তে ৭ আগস্ট থেকে অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এনএম/জেডএস

Link copied