অটিজম-প্রতিবন্ধী বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ

বিসিএস শিক্ষা ক্যাডার শিক্ষকদের অটিজম ও প্রতিবন্ধী শিক্ষা (এনএএএনডি) বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ১৫ কর্মদিবসের মধ্যে ছক আকারে আবেদন আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বাস্তবায়নাধীন ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ৬টি ব্যাচে মোট ৩০০ জন শিক্ষককে (প্রতি ব্যাচে ৫০ জন করে) অটিজম ও এনডিডি বিষয়ক ১০ দিনব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে ছক মোতাবেক তথ্য পূরণ করে নির্ধারিত ই-মেইল ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনের হার্ডকপি প্রদান না করতেও বলা হয়েছে।
যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : আবেদনকারীকে অবশ্যই বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তা হতে হবে; যারা আগে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন তাদের নতুন করে আবেদন না করতে বলা হয়েছে; যেসব শিক্ষকদের সন্তান অটিজম ও এনডিডি সমস্যা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে; মনোবিজ্ঞান, সমাজকল্যাণ ও সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপক পর্যায়ের শিক্ষকদেরও অগ্রাধিকার দেওয়া হবে; একীভূত শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা অগ্রাধিকার পাবেন এবং প্রশিক্ষণ আয়োজনের তারিখ, ভেন্যু ও প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা মাউশি অধিদফতর এবং এনএএএনডি প্রকল্পের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এনএম/এসকেডি