গ্রিন ইউনিভার্সিটির ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

গ্রিন ইউনিভার্সিটির ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া (এফটিডিএম) বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী রিপন আহমেদ নিহতের ঘটনায় প্রতিবাদসভা ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় রাজধানীর বেগম রোকেয়া সরণিতে সিটি ক্যাম্পাসে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। ‘সড়ক দুর্ঘটনা না-কি পরিকল্পিত হত্যা’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রিপনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
এফটিডিএম ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ড. অলিউর রহমান বলেন, ‘পুলিশ সড়ক দুর্ঘটনার কথা বললেও পরিবারের দাবি রিপনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যায়ের লেখাপড়া শেষ করে রিপন যখন সফল উদ্যোক্তার জীবন শুরু করতে যাচ্ছে সেসময়ই তার জীবন গেল। এই মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।’
বিভাগের শিক্ষক ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. আফজাল হোসেন খান এবং সহকারী প্রক্টর ড. মেহেদী হাসান এই মৃত্যুর দ্রুততম তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন।
মানববন্ধনে বিভাগীয় শিক্ষক মনিরা শরমিন বলেন, ‘পুলিশের ভাষ্য অনুযায়ী রিপনের মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা। এ ধরনের দুর্ঘটনাগুলো আসলে একপ্রকার পরিকল্পিত হত্যা। এরকম দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে লক্ষ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার অত্যন্ত জরুরি।’
মানববন্ধনে এফটিডিএম-জেএমসি বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার করেরগাও রোডের পাশে আবর্জনার স্তুপ থেকে শিক্ষার্থী রিপন আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ। রিপনের মৃতদেহে অনেক আঘাতে চিহ্ন ছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, সড়ক দুর্ঘটনায় এ মৃত্যু হয়েছে। তবে রিপনের পরিবারের দাবি, তাকে ব্যবসায়িক কারণে হত্যা করে কে বা কারা ফেলে রেখে গেছে।
এইচকে