কমনওয়েলথ স্কলারশিপের চূড়ান্ত তালিকা প্রকাশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২১, ০৯:৪০ এএম


কমনওয়েলথ স্কলারশিপের চূড়ান্ত তালিকা প্রকাশ

কমনওয়েলথ স্কলারশিপ (পিএইচডি) চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ২৮৬ জনের মধ্য থেকে ৩৩ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে কমিশন। 

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ছয় ক্যাটাগরির ৩১ বিষয়ে ৩৩ জনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

নির্বাচিত প্রার্থীরা আগামী ১৮ জানুয়ারির মধ্যে কমনওয়েলথ কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন সিস্টেম (ইএএস) ফর্ম পূরণ করতে হবে। তা ২২ জানুয়ারির মধ্যে অফিস চলাকালে ইউজিসির অফিসে হার্ড কপি জমা দিতে হবে। 

ইউজিসি সূত্রে জানা গেছে, ‘কমনওয়েলথ স্কলারশিপ ২০২১’ এর জন্য মোট ৩৩৮ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্য থেকে যোগ্য ২৮৬ জনের ফিটলিস্টের তালিকা প্রকাশ করে ইউজিসি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পাঁচটি বোর্ডের মাধ্যমে ফিটলিস্টে থাকা প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখান থেকে ৩৩ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। 

জানা গেছে, গত ১৯ ডিসেম্বর কমনওয়েলথ স্কলারশিপ-২০২১ এর জন্য বাংলাদেশি শিক্ষার্থী ও আগ্রহীদের কাছে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউজিসি।

করোনার কারণে এবার শুধু পিএইচডি প্রোগ্রামের স্কলারশিপ দেওয়া হচ্ছে। মাস্টার্স প্রোগ্রামের কোনো স্কলারশিপ না থাকায় এবার অনেকেই পিইচএডি প্রোগ্রামের জন্য আবেদন করেছে, সেজন্য এবার পিএইচডি প্রোগ্রামের আবেদন সংখ্যা বেশি বলে জানান ইউজিসির কর্মকর্তারা।

জানতে চাইলে ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান বলেন, ২৮৬ জনের মধ্য থেকে বাছাই করে ৩৩ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা অন্যান্য প্রক্রিয়া শেষ করে দ্রুত সময়ের মধ্যে ভিসা আবেদন করতে পারবেন।

কয়েক বছর ধরে কমনওয়েলথের মাধ্যমে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে পিএইচডি ও মাস্টার্সে পড়াশোনার জন্য যাবতীয় অর্থ দেয় ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) নামের একটি প্রতিষ্ঠান।

কমনওয়েলথ বৃত্তির আর্থিক সুবিধাগুলো হলো:

  • স্নাতকোত্তর বা পিএইচডির সম্পূর্ণ টিউশন ফি বহন করবে কমনওয়েলথ কমিশন।
  • যুক্তরাজ্যে যাওয়া-আসার প্লেন টিকিট।
  • লন্ডনের বাইরে থাকলে মাসিক ভাতা হিসেবে ১ হাজার ৮৬ পাউন্ড দেওয়া হয়। লন্ডনের ভেতরে থাকলে ভাতার পরিমাণ ১ হাজার ৩৩০ পাউন্ড।
  • মাসিক ভাতার বাইরেও এককালীন ৪২১ পাউন্ড পাওয়া যাবে।
  • ‘স্টাডি ট্রাভেল গ্রান্ট’ হিসেবে ২০০ পাউন্ড বা প্রায় ২২ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।
  • ‘থিসিস গ্রান্ট’ হিসেবে দেওয়া হয় ২২৫ পাউন্ড।
  • এছাড়া কমনওয়েলথ কমিশন আয়োজিত যেকোনো প্রশিক্ষণ, স্বল্পমেয়াদি কোর্স, ওয়েলকাম ইভেন্ট ও আঞ্চলিক সম্মেলনে যোগদানের জন্য ট্রেনের টিকিট, থাকা-খাওয়ার সুব্যবস্থা করা হয়।

এনএম/ওএফ 

Link copied