৪৩তম বিসিএসের প্রিলিতে শ্রুতিলেখকের জন্য আবেদন আহ্বান

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ আগস্ট ২০২১, ০৩:৫৮ পিএম


৪৩তম বিসিএসের প্রিলিতে শ্রুতিলেখকের জন্য আবেদন আহ্বান

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য শ্রুতিলেখক পেতে প্রার্থীদের আবেদন করার আহ্বান জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যাদের শ্রুতিলেখক প্রয়োজন হবে তাদেরকে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন হবে তাদের জন্য সরকারি কর্ম কমিশন হতে শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে।

আরও বলা হয়, শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় প্রধান কার্যালয়ের ঢাকা (আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা) দফতরে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

যেসব কাগজ জমা দিতে হবে 

ক. অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি এবং অ্যাডমিট কার্ড।
খ. প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
গ. শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র। 
ঘ. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি।

এনএম/এইচকে 

Link copied