৩৮তম বিসিএস

নন-ক্যাডারে নিয়োগ পেলেন আরও ২৭৭ জন

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১৪ অক্টোবর ২০২১, ০৯:৩৭ পিএম


নন-ক্যাডারে নিয়োগ পেলেন আরও ২৭৭ জন

৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়েও ক্যাডার না পাওয়া ২৭৭ জনকে নন-ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জনসংযোগ দফতর সূত্র বৃহস্পতিবার রাতে এ তথ্য জানায়।

সূত্র জানায়, ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের অধীন পলিটেকনিক/মনো টেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর (নন-ক্যাডার) পদে সুপারিশপ্রাপ্ত ২৭৭ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে। 

এর আগে ৩৮তম বিসিএস থেকে কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে ৮৪৫ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয় বলে সূত্র জানিয়েছে।

আরএইচ

Link copied