বুয়েটের সঙ্গে আইইউটির চুক্তি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২১, ০১:১৪ পিএম


বুয়েটের সঙ্গে আইইউটির চুক্তি

শিক্ষা, গবেষণা, প্রকাশনা, একাডেমিক তথ্য বিনিময়সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতায় ইসলামিক  ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

রোববার (১২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে বুয়েটের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং আইইউটির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, আইইউটর উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশরাফুল হক, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (আরআইএসই) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, একাডেমিক তথ্য বিনিময়, শিক্ষক-কর্মকর্তা ও গবেষক বিনিময়, যৌথভাবে গবেষণা কর্মকাণ্ড পরিচালনাসহ পারষ্পরিক সহযোগিতা পাবে দুই বিশ্ববিদ্যালয়।

এএজে/এমএইচএস

Link copied