বিজয় দিবসে শহীদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০২১, ০১:৫৫ পিএম


বিজয় দিবসে শহীদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা

মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ইউজিসি কর্তৃপক্ষ পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়া কমিশন ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. আবু তাহের, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুখসহ কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে রাজধানীর মিরপুরে কমিশনের আবাসিক এলাকায় বিজয় দিবস উপলক্ষে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

এএজে/এসএসএইচ

Link copied