বিজয় দিবসেও খোলা কোচিং সেন্টার

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০২১, ০৬:০৫ পিএম


বিজয় দিবসেও খোলা কোচিং সেন্টার

বিজয় দিবসের দিনেও ক্লাস নেওয়া হয়েছে যাত্রাবাড়ীর দনিয়া এলাকার এস. আর টিউটোরিয়াল হোমে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে সরেজমিন গিয়ে এ কোচিং সেন্টারে ক্লাস নিতে দেখা যায়।

এস আর টিউটোরিয়াল হোমের পরিচালক মো. নুর হোসাইন সুমন কোচিং খোলা রাখার বিষয়টি স্বীকার করেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা বিজয়ের আনন্দে কোচিং সেন্টার খোলা রেখেছি। শিক্ষার্থীরা স্কুলে যাবে, তারপর এখানে আসবে, আমরা একসঙ্গে বিজয় উদযাপন করব।

এ দিকে বিজয় দিবসের দিনে কোচিং খোলা রাখায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, বিজয় দিবসের দিনে অন্য শিক্ষার্থীরা স্কুলে আনন্দ বা বাসায় ছুটি কাটালেও আমাদের কোচিংয়ে ঠিকই ক্লাস নেওয়া হয়েছে, যা ঠিক নয়।

এএজে/আইএসএইচ

Link copied