ইউজিসি-ব্রিটিশ কাউন্সিল সমঝোতা স্মারক স্বাক্ষর

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২১, ০৭:৩৩ পিএম


ইউজিসি-ব্রিটিশ কাউন্সিল সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষর করেন।

চুক্তির মাধ্যমে দুপক্ষ বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য বেশ কয়েকটি ক্ষেত্রে একত্রে কাজ করতে সম্মত হয়েছে। প্রোগ্রাম

ক্ষেত্রগুলো হচ্ছে- বিদ্যমান টিচিং-লার্নিং কার্যক্রমকে শক্তিশালীকরণ, কমিউনিটি অ্যানগেজমেন্ট প্রোগ্রাম পুনরায় চালুকরণ, গোইং গ্লোবাল পুনরায় চালুকরণ, উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক পলিসি ডায়ালগ আয়োজন, উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন প্রকল্প শুরুকরণ, এন্ড্রাগজি ও হিউটাগজি প্রণয়নে সহযোগিতা দেওয়া, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে সহযোগিতা দেওয়া এবং উচ্চশিক্ষায় ফেলোশিপ প্রোগ্রামে যৌথভাবে কাজ করা।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এডুকেশন ডেভিড মেনার্ড এবং ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে গত ৫০ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা। উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে আউটকাম বেইজড এডুকেশন চালু করার বিষয়ে ইউজিসি কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা-উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার ক্ষেত্রে পিছিয়ে আছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের সূতিকাগার হিসেবে গড়ে তুলতে এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার করতে ইউজিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন নুসরাত জাহান, ইংলিশ অ্যান্ড হায়ার এডুকেশন-এর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ইউজিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএজে/আইএসএইচ

Link copied