অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা : ইউজিসি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২১, ০৫:০৪ পিএম


অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা : ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলে যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ইউজিসি আয়োজিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অধ্যাপক আলমগীর বলেন, সুনির্দিষ্ট অভিযোগের যথাযথ প্রতিকারের মাধ্যমে দাফতরিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে ইউজিসি কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগ প্রতিকারের যথাযথ ব্যবস্থা না থাকলে প্রতিষ্ঠানে অনিয়ম এবং সুস্থ কর্মপরিবেশ বিঘ্নিত হয়। 

কারও বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না ওঠে তিনি সে বিষয়ে সতর্ক থাকা এবং দায়িত্বশীল আচরণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। 

তিনি সকলকে একাগ্রতা ও নিয়ম মেনে সেবা দেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি সবাইকে সহনশীল হওয়ার অনুরোধ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর। ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন কমিশনের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর ও রবিউল ইসলাম।

কর্মশালায় কমিশনের ২৬ জন প্রশাসনিক ও সমমানের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এএজে/আইএসএইচ

Link copied