ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন ৩০ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন ৩০ শিক্ষার্থী। এরমধ্যে স্নাতক (সম্মান) ২৬ এবং স্নাতক (পাস) কোর্সে ৪ জন। আগামী ১০ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কৃতী শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন। পুরস্কার হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সনদ ও অর্ধভরি করে গোল্ড মেডেল দেওয়া হবে।
সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড বাছাই প্রক্রিয়া সর্ম্পকে বলা হয়েছে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের বিভিন্ন বিষয়ে নিয়মিত অধ্যয়ন করেছেন, স্ব স্ব বিভাগে ন্যূনতম ৩ দশমিক ৫০ স্কোরধারী, কিংবা সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ স্কোরধারী তারা ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়ে নির্বাচিত হয়েছেন।
ভাইস-চ্যান্সেলরস অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্নাতক (সম্মান) কোর্সের ২৬ শিক্ষার্থী হলেন- রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের সাজেদুর রহমান, চট্টগ্রাম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের জুঁই সেন, সরকারি আজিজুল হক কলেজের আরবি বিভাগের আবু তাকী, সরকারি তোলারাম কলেজের গণিত বিভাগের শাহানাজ আক্তার, সরকারি মাইকেল মধুসূদন কলেজের রসায়ন বিভাগের মাহফুজা খাতুন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের তনয়া খানম, বরিশাল ব্রজমোহন সরকারি কলেজের সংস্কৃত বিভাগের তন্ময় বৈদ্য ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শোয়েব আহমেদ।
লালমাটিয়া মহিলা কলেজের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের নাওসাবা বুলিয়া ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মৌসুমী আক্তার, ঢাকা সিটি কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রিসিলা পারভীন প্রভা, রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের হাবিবা খাতুন হাসি, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সমাজকর্ম বিভাগের সাদিয়া রহমান, সরকারি আজিজুল হক কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের উজ্জ্বল হোসেন।
তেজগাঁও কলেজের প্রাণরসায়ন বিভাগের তহমিনা আফরোজ বন্ধন, রাজশাহী কলেজের মনোবিজ্ঞন বিভাগের মৌসুমী খাতুন, সিদ্বেশ্বরী গার্লস কলেজের মার্কেটিং বিভাগের মাহামুদা আক্তার, মাদারীপুর হিসাববিজ্ঞান বিভাগের হাসনাত জাহান ইভা, দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সম্পা রানী, মাগুরা নাজির আহমেদ কলেজের সমাজবিজ্ঞান বিভাগের কুইনআরা, নওগাঁর চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তানিয়া নাসরিন, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ব্যবস্থাপনা বিভাগের পূজা দত্ত, কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের লিমা সিদ্দিক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তাসনিম আক্তার, নোয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের নাছরিন আক্তার।
আর স্নাতক (পাস) কোর্সের চারজন হলেন- চট্টগ্রাম হাটহাজারী কলেজের জবাশ্রী তালুকদার, রাজশাহীর ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের রক্সিমা খাতুন, কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা কলেজের সীমা আক্তার, শরীয়তপুরের এম এ রেজা কলেজের নাবিলা।
সনদ প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক যুক্ত থাকার কথা রয়েছে। জুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
এনএম/এসএম