বিইউপির ভর্তি পরীক্ষা ২৬-২৭ ফেব্রুয়ারি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৬ পিএম


বিইউপির ভর্তি পরীক্ষা ২৬-২৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিইউপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ঢাকার বাইরে ক্যান্টনমেন্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে তিনি জানান।

এদিকে, বিইউপির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটি নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ওয়েবসাইটে যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এরপর ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২৭ ফেব্রুয়ারি সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক অনুষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনএম/ওএফ

Link copied