স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির দাবি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৩ পিএম


স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির দাবি

সেগুনবাগিচায় শিশুকল্যাণ মিলনায়তনে/ ছবি- ঢাকা পোস্ট

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা অবিলম্বে এমপিওভুক্তির দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় শিশুকল্যাণ মিলনায়তনে ‘স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। সংগঠনের সভাপতি এস এম জয়নুল আবেদীন জেহাদীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ-সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান পান্না।

শাহজাহান আলম সাজু বক্তব্যে আরও বলেন, বর্তমান সরকারের ১২ বছরে শিক্ষা খাতে যে অর্জন হয়েছে অতীতের ৪৮ বছরেও তা হয়নি। বর্তমান সরকার শিক্ষাবান্ধব উল্লেখ করে বেসরকারি অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের সমস্যা সমাধান, নন-এমপিও প্রতিষ্ঠানের এমপিও প্রদান ছাড়াও শিক্ষা সেক্টরের নানা সমস্যা সমাধানের দাবি জানান তিনি।

এনএম/এইচকে

Link copied