৬ষ্ঠ-৯ম শ্রেণির প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৪ পিএম


৬ষ্ঠ-৯ম শ্রেণির প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, করোনা অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২১ সালের মতো ২০২২ সালেও ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট প্রণয়ন করছে। এছাড়া অ্যাসাইনমেন্টে উল্লিখিত মূল্যায়ন নির্দেশনা (রুব্রিক্স) অনুযায়ী বিতরণ করা অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে হবে।

এতে আরও বলা হয়, ২০২২ শিক্ষাবর্ষের পর থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রণয়ন করা ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণ করা আস্যাইনমেন্ট শিক্ষার্থীদের দেওয়া ও নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এএজে/জেডএস

Link copied