প্রাথমিকের দপ্তরির চাকরি সরকারি নয় : অধিদপ্তর

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৩ পিএম


প্রাথমিকের দপ্তরির চাকরি সরকারি নয় : অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদটি সরকারি বেতনধারী চাকরি বা পদ নয়। তাই মামলা বা অন্য কোনো কারণে কাজ না করলে প্রাথমিকের দপ্তরি কাম প্রহরী পদে কর্মরতদের সেবামূল্য দেওয়ার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার জারি করা এক পরিপত্রে এসব বিষয় জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরিপত্রে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদটি আউটসোর্সিং পদ। নীতিমালা অনুযায়ী এটি কোনো সরকারি বেতনধারী চাকরি বা পদ নয়। 

এ কর্মীদের সেবামূল্য চুক্তি দ্বারা নির্ধারিত। তাই যতদিন কাজ করবেন, ততদিনের সেবামূল্য চুক্তি মোতাবেক প্রাপ্য হবেন। এ ক্ষেত্রে মামলা বা অন্য কোনো কারণে কাজ বা সেবা না দিয়ে থাকলে সেবামূল্য দেওয়ার কোনো সুযোগ নেই। চুক্তি অনুসারে প্রকৃত সেবাদানের তারিখ হতে যে কয়দিন সেবা দিয়েছেন সে কয়দিনের সেবামূল্য পাবেন।

এএজে/আরএইচ

Link copied