রুশ সেনাদের রুখতে সাবেক মিস ইউক্রেনের যুদ্ধে যাওয়ার খবর সঠিক নয়

রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে ইউক্রেনকে বাঁচাতে দেশটির বহু মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। এর ধারবাহিকতায় রুশ আগ্রাসনের মুখে দেশটির সবচেয়ে সুন্দরী নারী ও সাবেক মিস ইউক্রেন আনাস্তাসিয়া লেনার অস্ত্র হাতে নিয়েছেন বলে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সংবাদ বের হয়েছিল। ২০১৫ সালে মিস ইউক্রেন খেতাব জয়ী আনাস্তাসিয়ার বন্দুক হাতে একটি ছবি সেসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও খবরটি আসলে সঠিক নয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে সেসময় সংবাদটি প্রকাশ করা হলেও পরে দেখা যায় যে, মিস ইউক্রেন খেতাব জয়ী আনাস্তাসিয়া লেনার যুদ্ধে যোগ দেওয়ার খবরটি সঠিক নয়।
এছাড়া বিভ্রান্তিকর এই খবরটি ছড়িয়ে পড়ার পর গত ২৮ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সাবেক এই মিস ইউক্রেন নিজেই জানান, তিনি সামরিক বাহিনীর সদস্য নন।
এ বিষয়ে পাঠকদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে ঢাকা পোস্ট। একই সঙ্গে এ ধরনের সংবাদ প্রকাশে ঢাকা পোস্ট আরো সচেষ্ট থাকবে।
ডিসক্লেইমার
বুমবিডি টিম সংবাদের তথ্য ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করার সাথে সাথে ঢাকা পোস্ট টিম সংবাদের তথ্য আবারো যাচাই করে এবং সংবাদটি আপডেট করেছে।