‘আফ্রিকার সিংহের খোঁজে’ বইমেলায় মিথিলা-আইরা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৫ মার্চ ২০২২, ০২:০০ পিএম


‘আফ্রিকার সিংহের খোঁজে’ বইমেলায় মিথিলা-আইরা

অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা অনেক আগ থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। নিজের অনেক গানের কথাও লিখেছেন তিনি। লিখেছিলেন বইও। গত বইমেলায় তিনি প্রকাশ করেন ভ্রমণবিষয়ক বই ‘আইরা আর মায়ের অভিযান: তানজানিয়ার দ্বীপে’। যেখানে তিনি তুলে ধরেন তানজানিয়ার দ্বীপে ঘুরে বেড়ানোর গল্প। যার জন্য বেশ সাড়াও পান।

তারই ধারাবাহিকতায় এবারের বই মেলায় প্রকাশিত হলো ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’।

আজ শনিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে মেলায় গিয়ে বইটির মোড়ক উম্মোচন করেন মিথিলা ও আইরা। এ সময় বইটি নিয়ে নিজেদের অনুভূতিও প্রকাশ করেন মা-মেয়ে।

মিথিলা জানান, আফ্রিকার তানজানিয়া সাফারি পার্কে মিথিলা-আইরার অভিজ্ঞতার গল্প উঠে আসবে বইটিতে।

এই অভিনেত্রী বলেন, ‘আমি আগেও শিশুদের জন্য বই লিখেছি। তবে এই সিরিজটি আমার কাছে অনেক স্বপ্নের। আমাদের গল্পগুলো অন্য সব মা-বাবা ও শিশুর সঙ্গে ভাগাভাগি করতেই এই সিরিজ। আমি বিশ্বাস করি আগামী অনেকগুলো মেলায় আমাদের ভ্রমণের এক একটি গল্প নিয়ে হাজির হতে পারব।’

মিথিলা আরও যোগ করেন, ‘আফ্রিকার ঐ সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় ও দুর্লভ বিষয় সিংহ। পার্কে গেলেও সিংহকে সবাই দেখার সুযোগ পায় না। আমি আর আমার মেয়ে আইরা সেই দুর্লভ সিংহ মামাকে খুঁজে বের করেছি। সেটি বের করতে গিয়ে আমরা অনেক রকমের পশু-পাখির দেখা পেয়েছি। অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদের। সেই অভিযানটাই তুলে ধরেছি এবারের বইতে। ৪ থেকে ৮ বছরের শিশুরা এই গল্পটি পড়লে বা শুনলে দারুণ রোমাঞ্চ অনুভব করবে বলে আমার বিশ্বাস।’

‘আফ্রিকায় সিংহের খোঁজে’ বইমেলার পাশাপাশি টগুমগু, গুফিবুকস ও রকমারির অনলাইন শপ থেকেও সংগ্রহ করা যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন মহাইমেনুল রাকিব নিটল। অ্যাডভেঞ্চার ঘরানার শিশুতোষ এই বইটি প্রকাশ করছে লাইট অব হোপ। মেলায় যাদের স্টল নম্বর ১৯৫।

আরআইজে/কেআই

Link copied