এতদিন কেন দূরে ছিলেন বিপাশা?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৭ মার্চ ২০২২, ০২:৫৮ এএম


এতদিন কেন দূরে ছিলেন বিপাশা?

বিপাশা বসু বলিউডে প্রায় দুই দশক থেকে অভিনয় করে চলেছেন। কিন্তু গত কিছু সময় ধরে তিনি সিনেমা থেকে দূরে রয়েছেন। 

সম্প্রতি বিপাশা বসুর নিজের ক্যারিয়ারের বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন, তিনি খুব দ্রুতি অভিনয়ে ফিরবেন। বিপাশা এটাও জানিয়েছেন তিনি কেন সিনেমা থেকে দূরে ছিলেন।

বিপাশা বলেন, গত কিছু বছর আমি অলস হয়ে গেছি। তাই কাজ করতে পারছিলাম না। কিন্তু এ বছরই কাজে ফেরতে চাই আমি। আমি কিছু ইন্টারেস্টিং কাজ করতে চাই। 

অভিনেত্রী জানিয়েছেন, করোনাভাইরাস নিয়েও চিন্তিত ছিলেন। তাই বাড়তি সচেতনতা অবলম্বন করেছেন।  

তিনি বলেন, তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এখন আমি ধীরে ধীরে কাজে ফিরব। 

এইচকে

Link copied